অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর সাইন্সল্যাবে একটি ভবনের বিস্ফোরণের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। একই ঘটনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৭ জন।
দগ্ধরা হলেন- সৈয়দ আকবর (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), জহুর আলী (৫২), হাফিজুর রহমান (৪৫)।
আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন- জাকির হোসেন (৩৫), মেহেদি হাসান (২৫), অজ্ঞাতনামা (৩০), রাবেয়া খাতুন (১৭), কবির হোসেন (৩২), তাজ উদ্দিন (৪৫) ও নুর নবী (২৪)।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, এখানে পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা খুবই গুরুতর। তাদের ৫ জনকেই ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।