October 13, 2025, 2:36 am
শিরোনামঃ
ঝিনাইদের মহেশপুরে ঘর ভাঙ্গা ও যাতায়াতের রাস্তা দখল নিয়ে হিন্দু পরিবারের সাংবাদিক সম্মেলন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার সময় ১৪ বাংলাদেশি আটক ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান  অস্ত্র উদ্ধার ; ২ জন আটক গত তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আসন্ন নির্বাচনে বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই : প্রধান নির্বাচন কমিশনার পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : বিএনপি মহাসচিব রাজধানীতে বেসরকারি শিক্ষকদের সমাবেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নরসিংদীতে সিসা তৈরির কারখানার অগ্নিকান্ডে ৭ শ্রমিক দগ্ধ বান্দরবানের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে যুবদল নেতা হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড ; ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলু হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলা থেকে চারজনকে খালাস দেওয়া হয়।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মীর এনাম আলী বাচ্চু ও সানোয়ার হোসেন জকি। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- ইয়াকুব, রশিদ, শাহীন, ফরহাদ হোসেন বাপ্পী ও রানা। এছাড়া এ হত্যা মামলায় খায়রুল, উজ্জল, আরিফ ও কুলি খালাস পেয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবলুর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা করেন। ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করের আদালত। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ রায়ে আগামী দিনে আসামিদের অপরাধ করা থেকে বিরত রাখবে।

এদিকে আসামি পক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন হায়দার বলেন, রায়ের সময় ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page