26 Nov 2024, 12:46 am

রাজশাহীতে জামায়াতের নেতাকর্মীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহী নগরীতে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে মিছিল বের করে। মিছিল থেকে ছোড়া ইট-পাটকেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত দুই পুলিশ সদস্য হলেন—রাজশাহী নগরের বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, দুপুর দুইটার দিকে রাজশাহী নগরের নিউমার্কেটের উত্তর পাশ থেকে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে শিবিরের নেতাকর্মীরা ছিলেন। মিছিলটি নগরের কাদিরগঞ্জ মোড় হয়ে রেলক্রসিং পার হয়ে উপশহর নিউমার্কেটের দিকে যায়। উপশহর নিউমার্কেটের দিকে যাওয়ার জন্য মিছিলটি মোড় ঘুরলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল। মিছিলে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

মিছিলের পরে এমাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘সোমবার দিবাগত রাতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। কোনোরকম উসকানি ছাড়াই সরকার অন্যায়ভাবে আমাদের নেতাকে গ্রেফতার করেছে। মিছিল থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।’

মিছিল থেকে হামলার বিষয়ে জানতে চাইলে এমাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মিছিল করার কোনও অনুমতি ছিল না। জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তারা ইটপাটকেল ছুড়ে পালিয়ে যায়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, ঘটনার পর গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। সেই সঙ্গে পুলিশ আরও সতর্ক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *