অনলাইন সীমান্তবাণী ডস্কে : রাজস্ব আয় করতে গিয়ে মানুষ যেন অত্যাচারিত না হয় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়। তাদের প্রতি ন্যায়বিচার করবেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডে কর কর্মকর্তাদের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না জানিয়ে তিনি বলেন, নিজের জন্য না হলেও দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে। কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক ধারণা দূর করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
Leave a Reply