অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (১৩ ডিসেম্বর) সদস্য দেশগুলো এতে সম্মত হয়।
রয়টার্সের প্রতিবেদন বলছে, রাশিয়ার আক্রমণকে ইইউ তাদের নিজস্ব নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। তাই তারা ইউক্রেনকে অর্থায়ন করতে এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়। এটি করার জন্য ইইউ ২০২২ সালে জব্দ করা রাশিয়ার কিছু সার্বভৌম সম্পদকে কাজে লাগানোর লক্ষ্য রাখছে।
এটি আগে থেকে জব্দ থাকলেও ইইউ সরকারগুলোর সম্মতিতে এই পদক্ষেপের অর্থ হলো, সম্পদ জব্দের মেয়াদ বাড়ানোর জন্য প্রতি ছয় মাস অন্তর ভোটাভুটির পরিবর্তে- যতদিন প্রয়োজন ততদিনের জন্য রাশিয়ার সার্বভৌম সম্পদ ফ্রিজ করে রাখা।
ইইউ সন্দেহ করছে যে, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া- যাদের সঙ্গে অন্যান্য ইইউ রাষ্ট্রের তুলনায় মস্কোর সম্পর্ক ভালো, তারা কোনো একসময় ‘অস্বীকৃতি’ জানাতে পারে। এর ফলে ইইউ রাশিয়াকে অর্থ ফেরত দিতে বাধ্য হতে পারে।
জানা গেছে, ইইউভুক্ত সরকারগুলোর কাছে রাশিয়ার প্রায় ২১০ বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ রয়েছে।
২০২৬ এবং ২০২৭ সালে ইউক্রেনকে সামরিক ও বেসামরিক বাজেটের চাহিদা মেটাতে ১৬৫ বিলিয়ন ইউরো পর্যন্ত ঋণ দেওয়ার জন্য ইইউ হিমশিম খাচ্ছিল। তাই এই কাজে এখন রাশিয়ান নগদ অর্থ ব্যবহারের পরিকল্পনা করছে তারা। তবে বেলজিয়াম এতে রাজি নয়, ফলে সিদ্ধান্ত থমকে আছে।
ইইউ ভাবছে, যুদ্ধ শেষে তারা রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ নেবে। রাশিয়া যখন ইউক্রেনকে ক্ষতিপূরণ দেবে, তখন ইউরোপ তাদের দেওয়া ঋণের টাকা নিয়ে নেবে অথবা ইউক্রেনের পুনর্গঠনে দিয়ে দেবে।