July 29, 2025, 9:27 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিয়ে হওয়ায় স্কুল থেকে শিক্ষার্থীকে বের করে দিলেন প্রধান শিক্ষক ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান আওয়ামী লীগকে কেন্দ্র করে পুলিশের বিশেষ শাখা কর্তৃক ‘বিশেষ সতর্কতা’ জারি জাল ইমিগ্রেশন স্ট্যাম্পে মালয়েশিয়ায় প্রবেশচেষ্টার দায়ে ১৫ বাংলাদেশি আটক অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও চায়না মিডিয়া গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ আগামী বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ; ৪ দিন পর ৯ জেলে উদ্ধার ; এখনও নিখোঁজ ৬ জন ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ    সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণা 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাশিয়া রোববার ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলে একটি বেসামরিক বাসে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় তিন নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ইউক্রেনের শহরগুলোতে রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। রাশিয়ার এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র   হামলার ফলে ইউক্রেনের বেশ কয়েকজন লোক নিহত হয়েছে।

ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলের প্রসিকিউটরের কার্যালয় টেলিগ্রামে জানিয়েছে, রোববার বিকেলে ইউক্রেনের বেসামরিক লোক বহনকারী একটি বাসে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে।

এতে আরো বলা হয়, এই হামলায় তিন নারী নিহত হয়েছে। নিহতদের বয়স ৬৬ থেকে ৭৮ বছর।

সম্প্রতি ইউক্রেনও রাশিয়ার ওপর প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে।

রাশিয়ার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজডেনকো টেলিগ্রামে বলেছেন, রাশিয়ার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে ইউএভি ড্রোনে এক ব্যক্তি নিহত আরো তিনজন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান ঘটাতে প্রতিপক্ষ ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য চাপ দিচ্ছেন।
কিয়েভ আগস্টের শেষের দিকে আলোচনার প্রস্তাব দিয়েছে।

তবে বৃহস্পতিবার ক্রেমলিন এই ধরণের কোনও বৈঠক আসন্ন হওয়ার সম্ভাবনাকে খারিজ করে দিয়েছে।

আলোচনার টেবিলে উভয় পক্ষেরই সম্পূর্ণ ভিন্ন অবস্থান রয়েছে। ইউক্রেন রাশিয়াকে সাম্প্রতিক আলোচনায় কেবল নিম্নস্তরের কর্মকর্তাদের পাঠানোর অভিযোগ করেছে, যাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই।

রাশিয়া ইউক্রেনের প্রতি চারটি অঞ্চল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে, যেগুলো মস্কো দাবি করেছে যে তারা সংযুক্ত করেছে।

এই দাবিকে কিয়েভ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।

এদিকে ইউক্রেন রাশিয়ার আক্রমণ মোকাবিলায় আরো অস্ত্র পাঠানোর জন্য তার পশ্চিমা সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page