December 5, 2025, 7:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মানবপাচার ঠেকাতে বিজিবির অভিযান ; দুই দিনে ৯ জন আটক পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনে ঝিনাইদহে অ্যাডভোকেসি সভা মাগুরার শালিখাতে ১ মন ৩০ কেজি ধানের বীজতলার চারা নষ্ট করে দিয়েছে কতিপয় দুর্বৃত্ত উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি আন্তর্জাতিক প্রযুক্তি নিয়ে ঢাকায় শুরু হলো ‘লেদারটেক বাংলাদেশ’ প্রদর্শনী  চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দু’জন আটক দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার চাদর ; তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রিতে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত যুদ্ধ শেষ করতে চান পুতিন ;  ইউক্রেনের সঙ্গে নতুন আলোচনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া কর্তৃক পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পোল্যান্ড জানিয়েছে, সে দেশের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় আলোচনার জন্য তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডে ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠার একদিন পর দেশটি বৈশ্বিক সংস্থার প্রতি এ আহ্বান জানালো।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এ খবর জানায়।

পোল্যান্ড বলেছে, ড্রোন হামলা কোনো দুর্ঘটনাজনিত ঘটনা নয়। এটিকে পোল্যান্ড, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর অভূতপূর্ব আক্রমণ।

তবে, মস্কো দেশটিকে টার্গেট করার কথা অস্বীকার করে বলেছে, ড্রোনগুলো যে রাশিয়ার ছিল এমন কোনো প্রমাণ নেই।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে পোল্যান্ডসহ ন্যাটোর অন্যান্য সদস্য দেশের আকাশসীমায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছে। তবে, ন্যাটোর কোনো সদস্য দেশ আগে কখনো সেগুলো ভূপাতিত করার চেষ্টা করেনি।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি আজ সে দেশের পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটি পরিদর্শনকালে বলেন, ন্যাটোর প্রতিক্রিয়া এবং আমাদের প্রস্তুতি পরীক্ষা করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করে জানায়, পোল্যান্ডের আকাশসীমা রাশিয়া লঙ্ঘন করার ব্যাপারে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসবে।

 

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page