অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার মধ্যরাতের পরপরই লেবাননের সাথে সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি হামলায় ছয় জন নিহত হয়েছে।
হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে এ হামলা চালানো হয়েছে।মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েলি শত্রুরা লেবাননের দিক থেকে সিরিয়া ও লেবাননের মধ্যকার সীমান্ত ক্রসিং লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।’
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘এ আগ্রাসনে দুই সৈন্যসহ ছয়জন নিহত হয়েছে। হামলায় নিহত বাকিরা বেসামরিক নাগরিক। এ হামলায় শিশু, নারী ও সিরিয়ার আরব রেড ক্রিসেন্ট কর্মীসহ ১২ জন আহত হয়েছে।’
Leave a Reply