January 28, 2026, 5:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকা। শনিবার (৫ এপ্রিল) সকালে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কমপক্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুদ্দুস বেপারী ও জলিল মাদবর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষের সময় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতবোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকা কেঁপে উঠে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, “বহুদিন ধরে কুদ্দুস ও জলিল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ঈদ পুনর্মিলনীর সময় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ থামাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবেই বারবার এমন সংঘর্ষ ঘটছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় পুলিশের টহল জোরদার থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ



Our Like Page