অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় পার্টির উনিশটি প্রস্তাবনা তুলে ধরে একথা বলেন তিনি। এসময় আগামী সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহালের প্রস্তাব করেন।
একই সাথে পঞ্চদশ সংশোধনী বাতিল, একই ব্যক্তি দলীয় প্রধান ও সরকার প্রধান না হওয়া, একই ব্যক্তিকে দুইবারের বেশী প্রধানমন্ত্রী না করার প্রস্তাবও তুলে ধরেন তিনি।
Leave a Reply