সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন সিরিয়ায় কুর্দিপন্থী গেরিলা গোষ্ঠী এবং তুর্কি সমর্থিত সংগঠনগুলোর মধ্যে অব্যাহত শত্রুতার নাটকীয় পরিণতি সম্পর্কে সতর্ক করছেন। তিনি চলমান এই বিরোধ রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানান।
সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে পেডারসেন বলেন, যদি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবেলা না করা যায় তাহলে পুরো সিরিয়ার জন্য তা খারাপ লক্ষণ হয়ে উঠবে। পেডারসেন জোর দিয়ে বলেন, “আমরা যদি ব্যর্থ হই তাহলে সেটা নাটকীয় পরিণতি বয়ে আনবে এবং বিপুল সংখ্যক মানুষ শরণার্থী হবে।”
গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা ছেড়ে রাশিয়ায় চলে যাওয়ার পর তুর্কি সমর্থিত গোষ্ঠীগুলো এবং মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ-এর মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। গত নয় ডিসেম্বর এসডিএফ অধিকৃত মানবিজ শহরের নিয়ন্ত্রণ নেয় তুর্কি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। এছাড়া, সিরিয়ার কোবানি শহরে তুর্কি সমর্থিত গরিলারা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরিয়েছে। এ অবস্থায় কুর্দিপন্থী ওয়াইপিজি’র নেতৃত্বাধীন এসডিএফ ওই এলাকা থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য তাদের যোদ্ধাদের প্রত্যাহার করেছে। কিন্তু সিরিয়ার কার্যত শাসক আবু মোহাম্মদ আল-জুলানির সাথে রোববার বৈঠকের সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ওয়াইপিজি-কে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। আঙ্কারা ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন মনে করে যাদের সাথে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সম্পর্ক রয়েছে।
Leave a Reply