অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের উপকন্ঠে হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহার পবিত্র মাজারের কাছে গতকাল (বৃহস্পতিবার) সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সাইয়েদা জয়নাব এলাকার কু সুদান সড়কে একটি মোটরসাইকেলে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পরপরই পুলিশ এবং সংশ্লিষ্ট লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
মহানবী (স) এর প্রিয় নাতি ইমাম হুসাইন এবং তাঁর ৭২ জন সংগীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে যখন সারা বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমান বিভিন্নভাবে শোকানুষ্ঠান পালন করছেন তখন এই সন্ত্রাসী হামলা হলো। এ নিয়ে চলতি সপ্তাহে সিরিয়ায় হযরত জয়নাবের মাজারের কাছে দুই দফা হামলা হলো। গত মঙ্গলবার প্রথম হামলায় দুইজন আহত হন।
মহরম মাস উপলক্ষে বিশ্বের হাজার হাজার শিয়া মুসলমান হযরত জয়নাবের মাজারে আসেন।
Leave a Reply