অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিজ বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার গণমাধ্যম বলেছে, গতরাতে রাজধানী দামেস্কে তিন দফা হামলা চালায় ইসরাইলি বিমান।
অধিকৃত গোলান মালভূমি থেকে একটি ইসরাইলি বিমান দামেস্কের দক্ষিণ-পশ্চিমে কয়েকটি অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের অনেকগুলো ভূপাতিত করেছে।
সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনের ফলে তিনজন বেসামরিক নাগরিক নিহত ও নয়জন আহত হয়েছেন। হামলায় বেশকিছু বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে স্থানীয় সাংবাদিক সাফা আহমেদ রয়েছেন। সিরিয়ার রাজধানী মেজেহ এলাকায় এই হামলা হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দামেস্কে গতকাল ইসরাইলি হামলায় তাদের একজন অ্যাঙ্কর নিহত হয়েছেন। এই নিহত অ্যাঙ্করই হলেন সাংবাদিক সাফা আহমেদ।
ইহুদিবাদী ইসরাইল যখন গাজা ও লেবাননে বর্বর আগ্রাসন চালাচ্ছে তখন সিরিয়ায় এই হামলা চালালো। দখলদার বাহিনী এরইমধ্যে ইয়েমেনের হুদাইদাহ বন্দরেও হামলা চালিয়েছে।
Leave a Reply