January 29, 2026, 2:55 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি ইরানের সমর্থন এবং তুরস্কের সাথে দামেস্কের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া, ইরান, সিরিয়া এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্পক্ষীয় কারিগরি বৈঠক মস্কোয় অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার সার্বভৌমত্বকে সমর্থন জানানোর পাশাপাশি তুরস্কের সঙ্গে দেশটির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাকেও সমর্থন করেছে।

২০১১ সাল থেকে সিরিয়া সংকট শুরু হয়। তুরস্কসহ বেশ কিছু দেশ সিরিয়ার বিরোধী দল এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়েছিল। ইরান এবং রাশিয়া-এই দুটি দেশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সরকারকে সমর্থন করেছিল। একইসঙ্গে সিরিয়ার সঙ্কট তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে দামেস্ক সরকারের সমর্থক ও বিরোধীদের মাঝে ওই সংকট নিয়ে রাজনৈতিক বৈঠকও করা হয়েছে। সিরিয়ার সরকার বিরোধীরা কাতার ও তুরস্কসহ বিভিন্ন দেশেও বৈঠক করেছে। দামেস্কের সমর্থকরাও তেহরান ও মস্কোতে বৈঠক করেছে। এছাড়া ভিয়েনা, জেনেভা এবং আস্তানাতেও দামেস্ক সরকার ও বিরোধীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সিরিয়া সংকট নিরসনে ইরান, রাশিয়া ও তুরস্ক-এই তিনটি দেশের প্রচেষ্টা অন্যান্য বৈঠকের চেয়ে ভিন্ন মাত্রার ছিল। কাজাখস্তান, তুরস্ক, রাশিয়া ও ইরানে অনুষ্ঠিত এসব বৈঠকের ফলে সিরিয়ার সংকট বিশেষ করে তাদের মানবিক সংকট অনেক কমেছে। গত দু’দিনে মস্কোয় ইরান, তুরস্ক, রাশিয়া ও সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, দামেস্ক ও আঙ্কারার প্রতিরক্ষা কর্মকর্তারা গত বছরের শেষের দিকে প্রথমবারের মতো বৈঠক করেছিলেন। ২৮ ডিসেম্বরে মস্কোয় অনুষ্ঠিত ওই বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হালুসি অকার এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলি মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু জানিয়েছেন সিরিয়ার সঙ্গে যোগাযোগের একটি পর্যায় শুরু হয়েছে।

চতুর্পক্ষীয় মস্কো বৈঠকের গুরুত্বপূর্ণ একটি দিক হলো তুরস্ক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের ব্যাপারে আলোচনা। সংবাদ সূত্রগুলো চতুর্পক্ষীয় মস্কো বৈঠক সম্পর্কে জানিয়েছে ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত মিখাইল বোগদানভ এক বক্তব্যে তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তুরস্ক অবশ্য গত বছরের মাঝামাঝি থেকে বেশ কয়েকবার সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করার আগ্রহ প্রকাশ করেছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page