অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ দুই ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় বাড়ির একটি কক্ষ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
আটকরা হলেন হলেন, বারঠাকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উত্তরকুল গ্রামের মৃত নছির আলীর ছেলে আবদুল মুকিত (৫৫) ও তার ছোট ভাই মো. আবদুল কাদির (৪৮)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, তারা দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। কিন্তু তারা কখন গ্রেফতার হননি। বাড়িতে মাদক মজুত করে পাইকারি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর ”ছদ্মনামে দেশে ঢুকছে ইয়াবা, ‘নিরাপদ রুট’ সিলেটের জকিগঞ্জ” শীর্ষক শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর জকিগঞ্জ থানাপুলিশ কয়েকটি অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। তবে আটকদের মধ্যে মূলহোতা কেউ ছিলেন না। বেশিরভাগই মাদক কারবারিদের বাহক ছিলেন।
সূত্র জানায়, সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন বারঠাকুরি ইউনিয়নের উত্তরকুল গ্রামের বাসিন্দা মো. আবদুল কাদির। তার বাড়ি ভারত সীমান্তবর্তী এলাকায়। বাড়ির পাশে রয়েছে বিজিবির ক্যাম্প। আবদুল কাদিরের বড়ভাই আবদুল মুকিত স্থানীয় ইউপি সদস্য হওয়ায় এলাকায় তাদের বেশ আধিপত্য ছিল। দীর্ঘদিন ধরে মাদকের চোরাচালানের ব্যবসা চালিয়ে গেলেও কখনও আটক হননি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার রাতে তাদের কাছে ইয়াবা বড়ির বড় চালান এসেছে এমন তথ্য পান অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা। এ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তাদের বাড়িতে প্রবেশ করে অভিযান শুরু করেন গোয়েন্দা দল। এসময় আব্দুল কাদির ও তার ভাই আব্দুল মুকিত বাড়িতে অবস্থান ছিলেন। এক পর্যায়ে আবদুল মুকিতের লুঙ্গিতে মুড়িয়ে রাখা অবস্থায় ৪০০ পিস ইয়াবা বড়ি পায় অভিযানকারী দল। এসময় দুই ভাইকে আটক করে গোয়েন্দা দল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তালাবদ্ধ একটি কক্ষে ব্যাগের ভেতরে রাখা আরও ৪৯ হাজার ৬০০টি ইয়াবা বাড়ি জব্দ করা হয়। এসময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
অভিযানে নেতৃত্ব দানকারী পলাশ পাল বলেন, মাদক কারবারি আব্দুল কাদিরের বাড়ি ভারত সীমান্তে ও বড় ভাই সাবেক ইউপি সদস্য হওয়ায় এলাকায় তাদের বেশ আধিপত্য ছিল। তারা নিজ বাড়িতে ইয়াবা মজুত করে পাইকারিভাবে বিক্রি করতেন। তবে তারা কখনও আটক হননি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়েছে। এসময় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান, উপপরিদর্শক মামুনার রশীদ, সহকারী উপপরিদর্শক মুস্তফা কামাল, এনামুল হক খান, সিপাহী প্লাবন দাশ, দিজেন্দ্র দাশ, সোহেল মিয়া ও এহসানুল হক উপস্থিত ছিলেন।
Leave a Reply