অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানে শিশুদের জন্য ১০ লাখেরও বেশি পোলিও টিকা লুটপাটের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এপ্রিল থেকে সহিংসতার উত্থানের সময় এই ঘটনা ঘটে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ইউনিসেফের জরুরি কর্মসূচির উপ-পরিচালক হ্যাজেল ডি ওয়েট রয়টার্সকে এক ইমেইলে বলেন, ‘দক্ষিণ দারফুরের বেশ কয়েকটি কোল্ড চেইন স্থাপনা লুট, ক্ষতিগ্রস্থ ও ধ্বংস করা হয়েছে, যার মধ্যে ১০ লাখেরও বেশি পোলিও ভ্যাকসিন রয়েছে।’
২০২২ সালের শেষের দিকে ইউনিসেফ সুদানে পোলিও প্রাদুর্ভাবের পর টিকাদান কর্মসূচি শুরু করে। তারা পোলিও টিকাদান কর্মসূচির একটি সিরিজের মাঝখানে ছিল। পোলিও প্রধানত পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করে। এটি শিশুদের মধ্যে পক্ষাঘাতের পাশাপাশি মৃত্যুর কারণ হতে পারে।
২০২০ সালে আফ্রিকাকে বন্য পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে গত বছর থেকে মালাউই, মোজাম্বিক ও সুদানে আমদানি করা পোলিও কেসের খবর পাওয়া গেছে। গত মাসে সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ২৮টি হামলা হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটাবেজে দেখা গেছে।
সুদানের ক্ষমতা নিয়ে সামরিক ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের লড়াই শুরু হওয়ার পর থেকে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ অনেক মানবিক সহায়তা সংস্থা তাদের স্থাপনায় লুটপাটের খবর দিয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য অনুযায়ী, লুটপাটের কারণে ১.৩ মিলিয়ন থেকে ১.৪ মিলিয়ন ডলার মূল্যের সরবরাহ নষ্ট হয়েছে।
Leave a Reply