অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জ সীমান্তে লংরেঞ্জ শুটিং রাইফেলসহ তিন যুবককে আটক করেছে বিজিবি।
গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন তাহিরপুর উপজেলার বাসিন্দা মো. রাজু আহমেদ, মো. জালাল মিয়া ও মো. রাসেল মিয়া।
অস্ত্রগুলো মূলত সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ভারত থেকে আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সিলেট অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, তাহিরপুরে সীমান্ত এলাকার নাজমুল হোসেন নামে এক সন্ত্রাসী ভারত থেকে এই অস্ত্র এনেছে।
Leave a Reply