July 30, 2025, 11:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিয়ে হওয়ায় স্কুল থেকে শিক্ষার্থীকে বের করে দিলেন প্রধান শিক্ষক ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান আওয়ামী লীগকে কেন্দ্র করে পুলিশের বিশেষ শাখা কর্তৃক ‘বিশেষ সতর্কতা’ জারি জাল ইমিগ্রেশন স্ট্যাম্পে মালয়েশিয়ায় প্রবেশচেষ্টার দায়ে ১৫ বাংলাদেশি আটক অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও চায়না মিডিয়া গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ আগামী বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ; ৪ দিন পর ৯ জেলে উদ্ধার ; এখনও নিখোঁজ ৬ জন ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ    সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণা 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

সৌদি আরবে পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি হজযাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ জন।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি পৌঁছানো এসব হজযাত্রী ১৪১টি ফ্লাইটে গমন করেছেন। হজ বিষয়ক হেল্প ডেস্ক সূত্রে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট।

এ পর্যন্ত ৮৬ হাজার ৮৭০টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

এদিকে, হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী। তারা হলেন— জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের অহিদুর রহমান (৭২), গাজীপুরের জয়নাল হোসেন (৬০) এবং চাঁদপুরের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ৭৪ জন হজযাত্রী। এর মধ্যে সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ২৬ জন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।

আজকের বাংলা তারিখ



Our Like Page