January 28, 2026, 7:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

স্বাধীনতার উপর আঘাত আসলে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশের স্বাধীনতার উপর আঘাত আসলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব।
তিনি বলেন, স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে যদি কোন উক্তি কারো উদ্বৃতি দিয়ে ছাপানো হয়, যা তিনি বলেননি। টাকা দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে, এটি একটি চরম অপরাধমূলক কাজ এবং এটি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব। সেই আইনগত ব্যবস্থা নেয়ার পরে যদি কারো মনে আঘাত লাগে তবে তারাও এ ষড়যন্ত্রের অংশিদার।’
আজ কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘এ সরকারের সময় সবচেয়ে বেশী সুযোগ-সুবিধা দেয়া হয়েছে সাংবাদিকদের। সংবাদ মাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটানো হয়েছে। সাংবাদিকরা নিয়মিত যেভাবে খুশি লিখছে, সরকারের সমালোচনা করছে, তাতে কারোর কোন সমস্যা হচ্ছেনা, কিন্তু আমাদের যেখানে মূল জায়গা সেই স্বাধীনতার উপর যদি আঘাত আসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব, জনগনও সেটাই প্রত্যাশা করে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি নতুন নয়। ১/১১ এর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিলো, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছে, যা এই পত্রিকায় ফলাও করে সেসময় ছাপানো হয়েছে। ২৬ মার্চের এ ঘটনাও আগের মতই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র।’
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুখেন কুমার পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ হাসান মেহেদী. সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।
পরে তিনি কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে রহিমা আফছার দাবা ক্রীড়া প্রতিযোগীতার উদ্ধোধন করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page