অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বামীর চরিত্র দোষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ১০ বছরের সংসার ভেঙে গেল। শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন মেলোনি।
এ বিষয়ে মেলোনি বলেনন, ‘আন্দ্রেয়া জিয়ামব্রুনোর সঙ্গে আমার প্রায় ১০ বছর ধরে চলা সম্পর্ক এখানেই শেষ। কিছু সময় ধরে আমাদের চলার পথ ভিন্ন হয়ে গেছিল এবং সেটি স্বীকার করার সময় এসেছে।’
তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনের সমস্যা তার কর্মজীবনে প্রভাব ফেলবে না। তার কথায়, যারা আমার ঘরে আঘাত করে আমাকে দুর্বল করবে বলে আশা করেছিল, তারা সফল হবে না।’
২০১৪ সালে একটি টিভি স্টুডিওতে পরিচয় হয়েছিল ৪৬ বছর বয়সী মেলোনি ও ৪২ বছর বয়সী জিয়ামব্রুনোর। এই যুগলের সংসারে সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
ইতালীয় টিভি চ্যানেল মিডিয়াসেটের একটি অনুষ্ঠানের উপস্থাপক আন্দ্রেয়া জিয়ামব্রুনো। চ্যানেলটি এমএফই মিডিয়া গ্রুপের অধীনস্থ, যার মালিক ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির উত্তরাধিকারীরা। বারলুসকোনি ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঘনিষ্ঠ।
Leave a Reply