অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজাবাসী ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায়’ এই উপত্যকা ত্যাগে বাধ্য করার জন্য ইহুদিবাদী সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দখলদার সরকারের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতজ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প গাজাবাসীকে এই উপত্যকার বাইরে স্থানান্তর এবং গাজা দখল করার পরিকল্পনা তুলে ধরার পর গতকাল (বৃহস্পতিবার) কাতজ এই নির্দেশ দেন।
তিনি এক বিবৃতিতে বলেন, “আমি গাজার অধিবাসীদের স্বেচ্ছায় উপত্যকা থেকে সরে যাওয়া ব্যবস্থা করতে একটি পরিকল্পনা তৈরি করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি।”
ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী আরো স্পষ্ট করে বলেন, গাজার কোনো অধিবাসী যদি উপত্যকা ত্যাগ করতে চায় এবং বিশ্বের কোনো দেশ তাকে গ্রহণ করতে রাজি হয় তাহলে ইসরাইলি সেনাবাহিনী তার চলে যাওয়ার পুরো ব্যবস্থা করে দেবে।
কাতজ বলেন, স্থল ক্রসিংগুলোর পাশাপাশি সাগর বা আকাশপথেও যাতে গাজাবাসীকে বিদেশে পাঠিয়ে দেয়া যায় সেজন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। ইসরাইলি যুদ্ধমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজাবাসীর একটি বিশাল অংশ সারাবিশ্বের বিভিন্ন দেশে পুনর্বাসিত হতে পারবে।
দুঃখজনকভাবে ইসরাইলি যুদ্ধমন্ত্রী সেইসব ফিলিস্তিনির জন্য নির্মূল অভিযানের পরিকল্পনা বর্ণনা করলেন ইহুদিবাদীরা যাদের ভূমি দখল করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র তৈরি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সম্প্রতি ট্রাম্পের পরিকল্পনার জবাবে বলেছিলেন, গাজাবাসীকে নয় বরং ইহুদিবাদীদেরকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরিয়ে নেয়া হোক। তিনি ইসরাইলিদের সরিয়ে গ্রিনল্যান্ডে পাঠানোরও প্রস্তাব দিয়েছেন।
Leave a Reply