November 13, 2025, 3:00 am
শিরোনামঃ
ঝিনাইদহে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন আগামী বছর হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী ভোটার নিবন্ধনে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের জন্য ২০ হাজার ২৬৫ মেট্রিক টন চাল সহায়তা দিল দ. কোরিয়া গত অক্টোবরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাকফুল- আংটি-বদনা ফিরে পেলেন বাগেরহাটের শ্রাবণী বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাটে অবাধে চলছে অতিথি পাখি শিকার চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হজযাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আজ রোববার থেকে শুরুর হয়েছে পবিত্র হজযাত্রা। হজযাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনা ক্যাম্প। ঢাকার বাইরের হজযাত্রীদের কেউ কেউ ফ্লাইটের তিন দিন আগে এসে পৌছেছেন। এরই মধ্য এক হাজারেরও বেশি যাত্রী পৌঁছেছেন হজ ক্যাম্পে।

শনিবার রাত ৩টা ২০ মিনিটে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট জেদ্দার পথে রওনা দেয়। রোববার বিমানের পাঁচটি ডেডিকেটেড হজ ফ্লাইটের মাধ্যমে মোট ২ হাজার ৯৫ জন হজযাত্রী ঢাকা থেকে জেদ্দা যাবেন।

রোববার (২১ মে) হজযাত্রীদের নির্বিঘ্নে আইডি কার্ড ও বিমানের টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। হজযাত্রী ব্যতীত কাউকে ক্যাম্পে প্রবেশ করতে দেওয়া হয়নি। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা। হজ ক্যাম্পে স্থাপিত মেডিকেল ক্যাম্পে ভিড় দেখা যায়নি।

বগুড়া থেকে আসা ব্যবসায়ী মোহাম্মদ মোকলেসুর রহমান বলেন, এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো। সবকিছু ভালোভাবেই করতে পারছি।

হজযাত্রীদের নিরাপত্তায় পুলিশ কন্ট্রোল রুম, হজ আইডি ও ব্যাগ টোকেন সংগ্রহে রিপোর্ট সেন্টার ও মেডিকেল কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, ভিসা জটিলতায় ১৪০ জন হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। রোববার দুপুর ২টা ২০ মিনিটে তাদের ফ্লাইট রওনা হওয়ার কথা থাকলেও, বেলা দেড়টা পর্যন্ত তারা কেউ ভিসা পাননি। তারা আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করছেন। জান্নাত ট্রাভেলস নামের একটি এজেন্সির মাধ্যমে তাদের সৌদি যাওয়ার কথা ছিল।

হজযাত্রীদের বিদায় দিতে এসে অনেকের স্বজনদের অশ্রুশিক্ত হতে দেখা গেছে। বিদায় বেলায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

কিশোরগঞ্জ পাকুন্দিয়া থেকে আসা ওমর ফারুকের সঙ্গে কথা হয় দুপুর ১টায়, তিনি বলেন, আব্বা, আম্মার ফ্লাইট রাত ১০টায়। তারা ক্যাম্পে গেছেন বেলা ১১টায়। বাইরে বসে আছি, যদি তাদের এক পলক দেখা যায়।

তিনি বলেন, মন একটু খারাপ লাগছে। সুস্থ অবস্থায় তারা ফিরে আসবে এটা আশা করছি। বিশ্ববিদ্যালয় ছাত্র নিহাদ জানান, আব্বা ও আম্মা দুজনই যাচ্ছেন। তাদের ফ্লাইট রাত ৮টায়। পবিত্র হজ পালন করার সুযোগ তারা পাচ্ছেন এটা ভেবে ভালো লাগছে।

এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমান ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে। হজের আগে মোট ১৬২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। মান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের সুবিধার জন্য এ বছরও ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালনা করবে।

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page