ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত সিহাব উদ্দিন উপজেলার ভায়না ইউনিয়নের বাকচুয়া গ্রামের আবুবকরের ছেলে ও আরফা খাঁনের ছেলে মুবিন। গতকাল শুক্রবার ২১-০৭-২৩ ইং তারিখে রাত ৭:৩০ ঘটিকায় এ ঘটনাটি ঘটে। এতে জনি খাঁন (২২) সহ মোট ৬ জনকে আসামী করে হরিণাকুণ্ডু থ্নায় এজহার দায়ের করলে পুলিশ তৎক্ষনাৎ তন্ময়সহ ৩জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
আবুবকরের লিখিত এজহারের বর্ণনা থেকে জানা গেছে, সিহাব উদ্দিন খাঁন (১৮) তাঁর চাচাতো চাচা আরফা খাঁনের বাড়িতে ছিল। ঐ সময় আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতারবদ্ধে অনাধিকারে আরফা খানের বসের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন আমার ছেলে প্রতিবাদ করিলে পাঁচ নম্বর আসামির হুকুমে এক নম্বর আসামি তার হাতে থাকা লোহার রড দিয়ে আমার ছেলের সিহাব কে হত্যার উদ্দেশ্যে মাথার বাম পাশে বাড়ি মারিয়া গুরুতর হাড়ভাঙ্গা যখন করে। ঐ সময় সিহাব মাটিতে পড়ে গেলে ছয়(৬) নম্বর আসামি তার হাতে থাকা লোড দিয়ে সিহাবকে হত্যার উদ্দেশ্যে মাথায় বাড়ি মারে, উক্ত বাড়ি সিহাব ডান হাত দিয়ে ঠেকিয়ে দিলে সিহাবের ডান হাতের কবজিতে হাড় ভাংগা জখম হয়।
এই সমস্যা সিহাব কে মারপিটের সময় আমার চাচাতো ভাইয়ের ছেলে মুবিন ঠেকানোর চেষ্টা করিলে দুই নম্বর আসামি তার হাতে থাকা লোড দিয়ে মুবিন কেউ হত্যার উদ্দেশ্যে মাথার বাম পাশে বাড়ি মারিয়া গুরুতর হাড়ভাঙ্গা যখন করে।
এব্যাপারে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ জনাব আবু আজিফ জানান, গতকাল রাতে ভায়না ইউনিয়নের বাকচুয়া গ্রামের ঘটনার সাথে জড়িত তিন(৩) জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং অন্যান্য আসামিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
Leave a Reply