অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জীববিজ্ঞানীদের মতে, চতুষ্পদী প্রাণীদের মধ্যে হাতির বুদ্ধি অন্য প্রাণীর তুলনায় অনেকটাই বেশি। ফলে হাতি যে সহজেই অনেক কিছু বুঝতে পারবে এটাই স্বাভাবিক। তবে হাসপাতালে গিয়ে নিজের এক্স-রে করানো হাতির ভিডিও দেখে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, একটি হাতি নিজের প্রয়োজনে হাজির হয়েছে হাসপাতালে। করিয়েছে এক্স-রে। এমনকি এক্স-রে করার সময় স্বাস্থ্যকর্মীর নির্দেশনাও মেনেছে অক্ষরে অক্ষরে!
জানা যায়, হাতিটির গলা থেকে পেট পর্যন্ত বড় অংশের এক্স-রে করানোর দরকার হয়েছিল। তার শরীরের অবস্থা যে ঠিক নয়, এটি সে নিজেই বুঝতে পারে। তার পরে যেই তাকে নির্দেশ দেওয়া হয় পরীক্ষাগারে যেতে, সে গটগট করে হাজির হয় পরীক্ষাকেন্দ্রে।
এরপর স্বাস্থ্যকর্মীরা তাকে ঠিক যেমন যেমন বলেন, সেই কথা অক্ষরে অক্ষের পালন করে হাতিটি নিজের এক্স-রে করায়। তাকে যেভাবে পাশ ফিরে শুতে বলা হয়, সেভাবেই শোয়। অন্য দিকে ঘুরতে বললে, তখনই সে নির্দেশ মেনে কাজটি করে।
ভিডিওটি খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। একজন জানতে চেয়েছেন, এটি কি শুধুমাত্র বিশেষ এই হাতিটি করেছে, নাকি বেশিরভাগ হাতিরই এমন বুদ্ধি থাকে? কেউ কেউ হাতিটির দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, এত বুদ্ধিমান একটি প্রাণীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া উচিত। সূত্র: হিন্দুস্তান টাইমস
Leave a Reply