অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানি গণমাধ্যম জানিয়েছে ওমান উপসাগর থেকে জব্দ করা একটি বিদেশি ট্যাঙ্কারের ১৮ ক্রু সদস্যকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ । দেশটির আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস জানিয়েছে, আটক ক্রুরা বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক।
শনিবার (১৩ ডিসেম্বর) হরমোজগান প্রদেশের বিচার বিভাগকে উদ্ধৃত করে ইরানি গণমাধ্যম জানায়, ওমান উপসাগর থেকে শুক্রবার যে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে সেটি ৬০ লাখ লিটার পাচার করা জ্বালানি তেল বহন করছিল। চলমান তদন্তের অধীনে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনসহ ক্রুদের আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটি থামার নির্দেশ অমান্য করেছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং জাহাজ চলাচল ও মালামালের বৈধ নথিপত্র বহনে ব্যর্থ হওয়ার মতো একাধিক লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
ইরান থেকে স্থল পথে প্রতিবেশী দেশগুলোতে এবং সাগর পথে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে প্রচুর জ্বালানি পাচার হয়। জ্বালানি চোরাচালান রোধ করতে লড়াই করে চলছে দেশটি।