ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম) কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা। বুধবার ৪ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় মাগুরা চৌরঙ্গী মোড়ে অবস্থিত পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। বেলা ১১ টার সময় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাগুরা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার এসপি মিনা মাহমুদা।
মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান, সহ-সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ দৈনিক স্বদেশ প্রতিদিন, সমাজের কথা ও বিজনেস মিরর, সাধারণ সম্পাদক আকরাম হোসেন দৈনিক গ্রামের কাগজ ও সাপ্তাহিক বজ্রকলম, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান রেন্টু দৈনিক লোকসমাজ ও খবর বাংলাদেশ, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক উৎসব মিয়া সাপ্তাহিক পথের খবর। এসময় নবাগত পুলিশ সুপার এসপি মিনা মাহমুদা মাগুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
মাগুরায় দলীয় শৃঙ্খলা ভংঙ্গের কারনে বিএনপি দল থেকে রফিকুলকে বহিষ্কার
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে গত ০৫/০৮/২০২৪ তারিখে স্বৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগের পর সৈয়দ রফিকুল ইসলাম (তুশার) স্থানীয় আওয়ামী ক্যাডারদের সঙ্গে নিয়া স্থানীয় ব্যবসায়ী এবং কতিপয় লোকজনের বাড়ী ভাংচুর, চাঁদা দাবী সহ বিভিন্ন অপকর্মের সহিত জড়িত। যে কারনে দলের ভাবমূর্তী চরম ভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। প্রমান স্বরুপ আলোকদিয়া বাজার থেকে ইজারাদের বিতাড়িত করিয়া নিজে ও সঙ্গী মিশু, গফ্ফার ও বাদশা সহ আরো আওয়ামী লীগ এর লোক সঙ্গে রেখে এদের মাধ্যমে চাঁদার টাকা কালেকশন এবং অন্যদের ব্যাক্তিগত শত্রুতার কারনে জমি দখল করেছে, যাহা দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। যে কারনে সৈয়দ রফিকুল ইসলাম তুশারকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো। আগামীতে সৈয়দ রফিকুল ইসলাম তুশার কোন দলীয় কর্মকান্ডে উপস্থিত হতে পারবেন না। এর পরে দলের নাম ভাঙ্গিয়া কোন ক্ষতি সাধন করলে সেটি হবে তার ব্যক্তিগত বিষয়। এর জন্য দলের কোন দায়বদ্ধতা থাকবে না।
অনুলিপি সদয় অবগতির জন্য: ০১। মাননীয় মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ০২। অনিদ্য ইসলাম অমিত সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) খুলনা বিভাগ (বি.এন.পি) ০৩। বাবু জয়ন্ত কুমার কুন্ডু সহঃ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ (বি.এন.পি)
নিবেদক, (আলী আহমেদ) আহবায়ক জেলা বিএনপি মাগুরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে ০৩/০৯/২০২৪ ইং তারিখে সৈয়দ রফিকুল ইসলাম তুষার এর বহিষ্কারের আদেশে উল্লেখিত নিম্নলিখিত ব্যক্তিগণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোন কার্যকলাপের সাথে জড়িত নয়। এরা তিন জন বহিষ্কারের জন্য প্রয্যোজ্য নয়। মোঃ মিশু মাহমুদ, গফফার মিয়া, বাদশা মিয়া উভায় সাং- পুকুরিয়া, মাগুরা সদর, মাগুরা।
মাগুরায় নবাগত পুলিশ সুপার এসপি মিনা মাহমুদার যোগদানে পুলিশ ফুলেল শুভেচ্ছা জানালেন সদস্যরা
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা,বিপিএম মাগুরা জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার ২ সেপ্টেম্বর পুলিশ সুপার মিনা মাহমুদা ,বিপিএম মাগুরা জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার এসপি মিনা মাহমুদাকে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম মাগুরা জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিসের মাগুরা বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা, এস এম মোবাশ্বের হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মাগুরা, দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরাসহ জেলা পুলিশ মাগুরার উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply