অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিএনজি অটোরিকশা চালক সুজিত দাস (২৭) সে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের পুত্র।
শনিবার রাত ১১ টায় জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার সিলেট বিভাগের বৃহৎ রানীগঞ্জ সেতুর নিচু অংশ থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা ধারনা করছেন- ছিনতাইকারীরা সিএনজি অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য যাত্রীবেশে রানীগঞ্জ সেতুতে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তবে প্রকৃত রহস্য খুঁজতে পুলিশ তৎপর আছে।