অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান ডোবায় পড়ে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত আরিফ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপের চালক ফরিদপুর জেলার মুকুল (৩৫) ও একই জেলার মো. বাদল মোল্লা (৪০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক ও হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে একটি খালি পিকআপ ভ্যান যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত আরিফ ফিলিং স্টেশন অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পরে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply