অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে ছিনতাইয়ের সময় পাঁচ নারীকে আটক করেছে পুলিশ। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নাটোর শহরের মাদরাসা মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ডরমন্ডল নতুনবাজার এলাকার কাউসার রহমানের স্ত্রী পারুল বেগম (৩০), সফর উদ্দিনের স্ত্রী নাইমা বেগম (২৮), এরশাদ আলীর স্ত্রী মাফিয়া বেগম (২০), জাকির হোসেনের স্ত্রী সীমা বেগম (৩০) এবং আশরাফ উদ্দিনের স্ত্রী লাভলি বেগম (২০)।
ছিনতাইয়ের শিকার বরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ খানম জানান, তিনি কানাইখালী বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় করে কালেক্টরেট স্কুলে যাচ্ছিলেন। পথে পাঁচ নারী অটোতে ওঠেন। অটোরিকশাটি মাদরাসা মোড়ে পৌঁছালে তাদের একজন অসুস্থতা বোধ করছেন বলে তার ঘাড়ে মাথা এবং গলায় হাত রাখেন। এরপর তার গলায় থাকা সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা করেন। ভ্যানিটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন অন্যরা।
এসময় শাহনাজ বেগম চিৎকার করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশসহ স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তারা ঘটনা জানতে চাইলে তিনি সব খুলে বলেন। পরে ট্রাফিক পুলিশ তাদের আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, এরা ছিনতাই চক্রের সদস্য। ছিনতাই করাই এদের পেশা। এদের সঙ্গে কারা জড়িত আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
Leave a Reply