এম এ কবীর ঝিনাইদহ : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আমি ঝিনাইদহের সন্তান, ঝিনাইদহের গণমানুষের উন্নয়নে সবকিছু করতে চাই ।
তিনি বলেন রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশেদ খান ৮ ডিসেম্বর দুপুরে ঝিনাইদহ জেলা রিপোর্টারস ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তার বক্তব্যে েউল্লেখিত কথা বলেন।
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আমাদের রেজা বাঁধন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মল্লিক , সহ-সভাপতি মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইমরান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক লালন মন্ডল, দপ্তর সম্পাদক লিটন হোসেন প্রমুখ।
প্রধান অতিথি রাশেদ খান বলেন জনগণের সেবা করার জন্য এমপি মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই জনগণের আস্থা অর্জন করাই গণধিকার পরিষদের লক্ষ।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা প্রত্যেক দপ্তরের অনিয়ম দুর্নীতি তুলে ধরুন আমরা আপনাদের সাথে আছি। মত বিনিময় সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।