অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় ১৫ হাজারের বেশি স্কুলগামী শিশু শহীদ এবং নিখোঁজ হয়েছে। গাজার শিক্ষা মন্ত্রণালয় নতুন এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।
ইসরাইলের ১৫ মাসের বর্বর আগ্রাসন ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর অত্যন্ত ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার শতকরা ৯৫ ভাগ স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান দখলদার বাহিনীর সরাসরি বোমা হামলার শিকার হয়েছে। এর মধ্যে শতকরা ৮৫ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে কিংবা মারাত্মকভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
গাজার শিক্ষা মন্ত্রণালয়ের এই রিপোর্ট অনুসারে, শিক্ষা বিভাগের অন্তত ৮০০ কর্মকর্তা-কর্মচারী শহীদ অথবা নিখোঁজ হয়েছেন। এছাড়া, ৫০ হাজারের মতো শিক্ষার্থী আহত হয়েছে। গাজার শিক্ষা মন্ত্রণালয় বলছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ৩০০ কোটি ডলার প্রয়োজন হবে।
এদিকে, গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক রিপোর্টে জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের ৩৮ হাজার শিশু এতিম হয়েছে। এরমধ্যে ৩২ হাজার ১৫১টি শিশু তাদের বাবা হারিয়েছে এবং ৪,৪১৭টি শিশু তাদের মা হারিয়েছে। এছাড়া ১,৯১৮ টি শিশু মা-বাবা দুজনকে হারিয়েছে। এই যুদ্ধে ১৩ হাজার ৯০১ জন ফিলিস্তিনি নারী বিধবা হয়েছেন।
Leave a Reply