অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি থেকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা অবশেষে ৩দিন পর লামায় অপহৃত ২৬ জন রাবার শ্রমিককে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে ফাঁসিয়াখালির-ঈদগাও সীমানায় ছেড়ে দেয় তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক অপহৃতের এক আত্নীয় বলেন, ১০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে আজ সকালে ফাঁসিয়াখালী-ঈদগাও এলাকায় ২৫ জনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জিয়াউর রহমান নামের একজন রাবার শ্রমিককে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে এই ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পাওয়ার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে অভিযান শুরু করে।
বান্দরবান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন, আজ সকালে অপহৃত শ্রমিকরা সকলে ফিরে এসেছে বলে শুনেছি। তারা সকলে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।
উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথম দিকে দুই দফায় ১০ জনের বেশি শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে অপহৃতরা মুক্তি পান।
Leave a Reply