January 29, 2026, 10:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

টেকনাফের নাফনদী থেকে আবারও ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টেকনাফের নাফনদী থেকে চারটি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

তারা হলেন, শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার মো. কালা মিয়া (৩৭), মো. নুরুল আলম (৩৯), আব্দুল রহমান (১৯), মো. আউল লাম আহমেদ (২৯), মো. লাইল্যা (১১), মো. কবির আহমেদ (৪৩), মোহাম্মদ ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো. লুতফর রহমান (২৩), রহিম উল্লাহ (২১)। বাকি ৯ জেলের পরিচয় পাওয়া যায়নি।

শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার জানান, মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের ১০ জেলেকে নাফনদীর ঘোলারচর এলাকা থেকে আরাকান আর্মি ট্রলারসহ আটক করে নিয়ে গেছেন। তবে কোন সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে গেছে সেটি জানা যায়নি।

টেকনাফ কায়ুকখালীর জেলে নুর মোহাম্মদ জানান, সকালে পৌরসভার কাইয়ুখখালী ঘাটের দুটি বোটে বাঙালি-রোহিঙ্গাসহ নয়জনকে নাইক্ষ্যংদিয়া থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এর আগে ৪ বাঙালি ও ছয়জন রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি ধরে নিয়ে গিয়েছিল ১০ দিন হয়েছে এখনো আরাকান আর্মি তাদের ছেড়ে দেয়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, আরাকান আর্মি নাফনদীর দুটি পয়েন্ট থেকে ১৯ জেলেকে ট্রলারসহ আটক করে নিয়ে গেছেন। তাদের ফেরত আনার বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page