January 29, 2026, 9:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

নিজে উপস্থিত থেকে মেয়েকে বিয়ে দেওয়ার এক মাসের মধ্যে জামাতাসহ ৫ জনকে আসামী করে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার : নিজে উপস্থিত থেকে মেয়েকে বিয়ে দেওয়ার এক মাসের মাথায় গিয়ে জামাতাসহ ৫ জনকে আসামী করে আদালতে মামলা করলের মেয়ের পিতা কামাল হোসেন।

বিভিন্ন সুত্রে জানা গেছে, প্রেমের সুত্র ২০২৪ সালের ১৫ ডিসেন্বর ঢাকার গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার সিএনবি বাজার এলাকার কামাল হোসেনের মেয়ে লামিয়া খাতুন (১৬) ঝিনাইদহের মহেশপুরের যুগিহুদা গ্রামের হাসান আলীর ছেলে আসিবের বাড়ীতে চলে আসে।

বিষয়টি জানার পর ছেলের পিতা হাসান আলী মেয়ের পিতা কামাল হোসেনের সাথে তার মেয়ে চলে আসার বিষয়টি নিয়ে কথা বলেন। পরে ১৩ দিন পর মেয়ের পিতা কামাল হোসেন ও মেয়ের মামা আরাফাত মন্ডল মহেশপুরের যুগিহুদা গ্রামে আসেন। পরে মেয়েকে নিয়ে যেতে ব্যার্থ হলে ২০২৪ সালের ৩১ ডিসেন্বর ফতেপুর কাজি অফিসে মেয়ের পিতা কামাল হোসেন ও মেয়ের মামা আরাফাত মন্ডল উপস্থিত থেকে ২লাখ টাকার কাবিনে বিয়ে দেন।

কিন্তু মেয়ের পিতা কামাল হোসেন ও মেয়ের মামা আরাফাত মন্ডল মহেশপুর থেকে গাজিপুরে ফেরত গিয়ে ১৩-২-২০২৫ তারিখে গাজিপুর আদালতে জামাতাসহ ৫ জনকে আমসামী করে একটি সাজানো মামলা দায়ের করেন। যার মামলা নং-১১/২৫।

কামাল হোসেনের মেয়ে ও আসিবের স্ত্রী লামিয়া খাতুন জানান, আমি আসিবকে ভালোবেসে বাড়ী থেকে চলে এসেছি। আমার আব্বা ও আমার মামা আমাকে নিতে এসেছিলেন। আমি না যাওয়ার কারনে আমার আব্বা ও আমার মামা উপস্থিত থেকেই আমাদের বিয়ে দেন।

লামিয়া খাতুন আরো জানান, আমাদের বিয়ের কাবিন নামায় আমার আব্বা ও আমার মামার সহি আছে। সেখানে আমার আব্বা কি ভাবে আমার জামাতাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

মামলার বাদী ও লামিয়া খাতুনের আব্বা কামাল হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

আজকের বাংলা তারিখ



Our Like Page