March 9, 2025, 1:49 pm
শিরোনামঃ
বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাট, ৩১৫ একর জমি জব্দ মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করতে হাইকোর্টের নির্দেশ হিজবুত তাহরীরের ৫ সদস্যকে কারাগারে প্রেরণ ঝিনাইদহে কৃষকদের ‘অবহিতকরণ-পরিকল্পনা প্রণয়ন-মূল্যায়ন’ বিষয়ক কর্মশালা চট্টগ্রামে ৩৯ ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ গ্রেফতার  নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত গাজায় ইসরাইলি গণহত্যায় ৪০ জনেরও বেশি বন্দী নিহত : নিউ ইয়র্ক টাইমস মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ; আদালতে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল সিরিয়ার সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল লেবাননের হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

আন্তর্জাতিক সংবাদগুচ্ছ ; জেলেনস্কিকে ক্ষমা চাইতে হবে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফক্স নিউজ সোমবার রিপোর্ট করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে একটি উত্তেজনাপূর্ণ বৈঠকের পরে বলেছেন: “মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির জন্য তাকে অবশ্যই মিডিয়া ক্যামেরার সামনে ও প্রকাশ্যে ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে হবে।”

পাঁচটি ন্যাটো দেশের প্রতিরক্ষামন্ত্রীরা ইউক্রেনের প্রতি সমর্থনের অঙ্গীকার করেছেন : জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি এবং পোল্যান্ড সহ কুইন্ট গ্রুপের প্রতিরক্ষা মন্ত্রীরা সোমবার একটি ভার্চুয়াল সম্মেলনের সময় একমত হয়েছেন যে ইউক্রেন তাদের টেকসই এবং ব্যাপক সমর্থনের উপর নির্ভর করতে পারে।

মিথ্যা বক্তব্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হবে : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী মাহমুদ হায়দারি তুর্কি রাষ্ট্রদূত হিসাবি কিরলাঞ্জিককে তলব করে বলেছেন, এ ধরনের ‘মিথ্যা বক্তব্য’ দ্বিপক্ষীয় সম্পর্কে কেবল উত্তেজনা সৃষ্টি করবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি এক বক্তৃতায় ‘ইরান মধ্যপ্রচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে’ বলে পাশ্চাত্যের এক অভিযোগের পুনরাবৃত্তি করেন। তিনি ইরানকে পশ্চিম এশিয়ার জন্য ‘বিপজ্জনক’ বলেও আখ্যায়িত করেন। এর প্রতিবাদে মাহমুদ হায়দারি তুর্কি রাষ্ট্রদূতকে বলেন, উভয় দেশের অভিন্ন স্বার্থ রক্ষা এবং এই অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মিথ্যা বিবৃতি এবং অবাস্তব বিশ্লেষণ এড়িয়ে চলতে হবে যা দ্বিপক্ষীয় সম্পর্কে মতবিরোধ এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে।

হায়দারি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল সরকারের অব্যাহত আগ্রাসন ও সম্প্রসারণবাদ এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ‘সবচেয়ে বড় হুমকি’। এ অবস্থায় নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে মুসলিম বিশ্বের অভিন্ন শত্রু  ইসরাইলি আগ্রাসন নিয়ে কথা বলার আহ্বান জানান হায়দারি। তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলি ফিলিস্তিনের জনগণ এবং সিরিয়াসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলির বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধে তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে তেহরান আশা করছে।

সাক্ষাতে তুর্কি রাষ্ট্রদূত তেহরানের এ প্রতিবাদের কথা আঙ্কারাকে জানিয়ে দেবেন বলে ইরানি কর্মকর্তাকে প্রতিশ্রুতি দেন।

রুশ মিডিয়ায় ইউক্রেনীয় ভাষায় ইরানের সর্বোচ্চ নেতার টুইট : তিন বছর আগে ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী ইউক্রেনসহ মার্কিন সাহায্যের ওপর নির্ভরকারী দেশগুলো সম্পর্কে যে সতর্কবাণী দিয়েছিলেন টুইট বার্তায় খামেনেয়ী ডট আইআর (KHAMENEI.IR) থেকে ইউক্রেনীয় ভাষায় লেখা সেই বার্তা পুনরায় এক্স সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। আর এই পোস্ট বার্তা সংস্থা তাসসহ রুশ মিডিয়াগুলোয় ব্যাপক কভারেজ পেয়েছে। ওই বার্তায় আয়াতুল্লাহ খামেনেয়ী পশ্চিমা সহায়তার ওপর নির্ভর করার ধ্বংসাত্মক পরিণতির বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছিলেন, “পশ্চিমা শক্তিগুলো তাদের পুতুল (মদদপুষ্ট) সরকারগুলোর প্রতি যে সমর্থন দিচ্ছে তা একটি মরীচিকা, এটি বাস্তব নয়; সব সরকারের এটা জানা উচিত।”

গাজায় গণহত্যা চালিয়ে যেতে মানবিক ত্রাণ সহায়তার ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা  : ইউরো-ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দেয়ার ইসরাইলি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ খুবই বিপজ্জনক যার লক্ষ্য হল গাজায় মানবিক পরিস্থিতিকে আরও শোচনীয় করা এবং অনাহারকে গণহত্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করা।

ইউক্রেনগামী অস্ত্রবাহী ব্রিটিশ কার্গো জাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া  : ডিফেন্স পোস্ট জানিয়েছে রাশিয়া ইউক্রেনগামী অস্ত্রবাহী এক ব্রিটিশ কার্গো জাহাজ ডুবিয়ে দিয়েছে। গত শনিবার বা ১ মার্চ এই ঘটনা ঘটেছে। তুরস্কে ন্যাটোর একটি ঘাঁটি থেকে নৌ-ড্রোনসহ বিভিন্ন অস্ত্র নিতে জাহাজটি সেখানকার একটি বন্দরে থেমেছিল। এরপর জাহাজটি ইউক্রেনের দিকে রওনা হয়।

রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে মন্তব্য করা আইএইএ জন্য বেমানান  : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আন্তর্জাতিক পরমাণু নজরদারি বিষয়ক সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন যে ‘রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে মন্তব্য করা আইএইএ’র জন্য বেমানান’। ইরান পরমাণু বোমা তৈরি অর্জনের পথে রয়েছে বলে গ্রোসি সম্প্রতি যে মন্তব্য করেছেন তারই প্রতিবাদে বাকায়ি গতকাল সোমবার এই মন্তব্য করেছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page