January 29, 2026, 4:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

জালনোট কিনে দোকান ও এনজিওতে চালাতো পাবনার ইনতাজ ; অবশেষে ধরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পাবনার সুজানগরে ২৪ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ইনতাজ হোসেন সুজানগর উপজেলার চন্ডিপুর গ্রামের মমতাজ হোসেনের ছেলে। শনিবার (৮ মার্চ) উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজারের একটি বিকাশের দোকান থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ইনতাজ জাল টাকা ব্যবসায়ী চক্রের সদস্য। ৫০০ টাকার জাল নোট ২০০ টাকায় কিনতো চক্রটি। পরে কুরিয়ারের মাধ্যমে সেগুলো সংগ্রহ করে স্থানীয় দোকান, এনজিও ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানসহ বিভিন্ন জায়গায় চালানো হতো।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশের দোকানে জাল টাকা চালানোর চেষ্টা করা হচ্ছে সংবাদ পেয়ে অভিযান চালালে সন্দেহভাজনকে আটক করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞদের সহযোগিতায় ও টাকার নম্বর মিলিয়ে টাকাগুলো জাল বলে প্রমাণিত হয়। জিজ্ঞাসাবাদের আটক ব্যক্তি জাল টাকা ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এসময় তার সঙ্গে থাকা ২৪ হাজার জাল টাকা জব্দ করা হয়। এর সবগুলোই ৫০০ টাকার নোট ছিল।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কাজী শাহনেওয়াজ বলেন, জিজ্ঞাসাবাদে আটক ইনতাজ হোসেন জাল টাকা সংগ্রহ ও চালানো সম্পর্কে আমাদের জানিয়েছেন। তিনি গাজীপুর ও যশোরসহ কয়েকটি জায়গা থেকে ৫০০ টাকার নোট ২০০ টাকায় ক্রয় করে স্থানীয় পর্যায়ে বিভিন্ন দোকানে চালাতেন বলে জানিয়েছেন। ঈদকে সামনে রেখে প্রথম চালানে তিনি ৫০ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। যার সবগুলোই ৫০০ টাকার নোট। বিভিন্ন জায়গায় ব্যবহারের পর তার কাছে ২৪ হাজার জাল টাকা অবশিষ্ট ছিল।

পুলিশ সুপার আরও জানান, আটক ইনতাজের নামে এ সংশ্লিষ্ট আইনে সুজানগর থানায় একটি মামলা হয়েছে। পরে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page