January 28, 2026, 5:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত ; বাঁধ মেরামতে সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে ভয়াবহ নদীভাঙনে বেড়িবাঁধের একটি অংশ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত ৩১ মার্চ ২০২৫, সকাল ১১টার দিকে খোলপেটুয়া নদীর তীব্র স্রোতে প্রায় ১৫০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে আশপাশের গ্রামগুলোতে জোয়ারের পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও, জোয়ারের পানির চাপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ অবস্থায় দুর্যোগ মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসে প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক, ৫৫ পদাতিক ডিভিশনের অধীনস্থ আশাশুনি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেন।

বর্তমানে আশাশুনি আর্মি ক্যাম্পের দুটি প্যাট্রল টিম স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে সমন্বয় করে বাঁধ পুনর্নির্মাণে সহায়তা করছে। এ ছাড়া, ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের একটি বিশেষ দলও বাঁধ পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা আশাবাদী যে, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত বাঁধ মেরামত সম্ভব হবে এবং প্লাবিত এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page