April 30, 2025, 4:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরাকে বিদায়ী সংবর্ধনা মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে : সিইসি লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার কুমিল্লায় মাছের ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার বগুড়ায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ৪ জন আহত ইসরায়েলের গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা ভারতের দিকে ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি : পাকিস্তানের রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

নাটোরে ইসরায়েলবিরোধী মিছিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে ইসরায়েলবিরোধী মিছিল ও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে নাটোর সদর হাসপাতালে ও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার জুয়াড়ি ইউনিয়নের কামরদহ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলবিরোধী মিছিল ও কুশপুত্তলিকা দাহ করছিলেন স্থানীয় বিএনপি কর্মীরা। এ সময় বিএনপির অপর একটি পক্ষের বলেন- ‘নামাজ পড়ে না আসছে মিছিল করতে।’

এই ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে জুয়েল, মোতালেব, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম নামে চারজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে জাহিদুলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page