November 19, 2025, 11:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ঝিনাইদহের মহেশপুর পৌরসভার উন্নয়ন কাজে উপজেলা নির্বাহী অফিসারের মনিটরিং ঝিনাইদহের মহেশপুরে সড়কে ডাকাতি রোধে পুলিশের বিশেষ উদ্যোগ গ্রহণ মাগুরায় এসডিএফ এর আয়োজনে জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু ভোটের জন্য আচরণবিধি মেনে চলা জরুরি : প্রধান নির্বাচন কমিশনার আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি : বিএনপি মহাসচিব দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবো : জামায়াতের আমির দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১শ’৮৩ জন
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা :  দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজশাহী মহানগরীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম হোসেনকে হত্যা মামলায় ২ জন আসামিকে আটক করেছে র‌্যাব-৫।

আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকার নান্টু (২৮) ও খোকন মিয়া (২৮)।

গতকাল শুক্রবার দিবাগত রাতে নওগাঁ সদর থানার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই র‌্যাব তাদের আটক করতে সক্ষম হয়।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫ রাজশাহীর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃত আকরাম হোসেন (৫২) একজন বাস চালক ছিলেন। আটক আসামি নান্টু তার প্রতিবেশি। ভিকটিমের পরিবারের সঙ্গে নান্টুর পূর্বশত্রুতা ছিল।

নিহতের মেয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টায় ওই  মেয়ে প্রাইভেট পড়া শেষ করে তালাইমারি শহিদ মিনার এলাকায় অটোরিকশা থেকে নেমে বাসায় যাওয়ার পথে আসামি নান্টু ও তার সহযোগীরা তাকে গালিগালাজ ও উত্ত্যক্ত করে।

এ সময় নিহত আকরামের মেয়ে তাদেরকে কিছু না বলে তার বাসায় গিয়ে বাবা আকরাম হোসেনকে গালিগালাজের কথা জানায়। আকরাম নান্টুর বাবাকে বিষয়টি জানায়।

এতে নান্টু আরও ক্ষীপ্ত হয়। এরপর ১৬ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে জনৈক মনিরের (৬৫) বাড়ির সামনের রাস্তা দিয়ে নিহত আকরামের ছেলে ও মামলার বাদী ইমাম হোসেন অনন্ত (২৪) নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে আসামি নান্টু ও তার সহযোগী ৯ থেকে ১০ জন মিলে লোহার রড, বাঁশের লাঠি, লাকড়ি, ইট নিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি মারধর শুরু করে। ইমাম হোসেন জীবন বাঁচতে চিৎকার করলে তার বাবা আকরাম হোসেন  (৫২)  ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা তাকেও মারধর করা শুরু করে। ঘটনার একপর্যায়ে আকরামের মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা ও পরিবারের লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে মারাত্মকভাবে আহত আকরামকে অটোরিকশা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর এলাকাবাসী আসামীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবিতে লাশ নিয়ে রাজশাহী মহানগরের তালাইমারি শহিদ মিনার এলাকায় মানববন্ধন করে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় ৭ জনকে আসামি ও আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের  করেন।

মামলার পর পুলিশের পাশাপাশি র‌্যাব আসামিদের ধরতে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল নওগাঁ সদর থানার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি নান্টু ও খোকন মিয়াকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page