January 28, 2026, 1:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর এলাকার পল্লবীর মোড়ে আজ পিক-আপ ভ্যানের ধাক্কায় একজন এসএসসি পরীক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে।
মৃত পরীক্ষার্থী মো. হাসান আলী (১৬) জেলার বিরামপুর উপজেলার পৌর এলাকার থানাপাড়া মহল্লার মিলন হোসেনের পুত্র।

আজ রোববার বেলা সাড়ে ১২ টায় দিনাজপুর বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ রোববার সকাল সাড়ে ৯ টায় দু’জন এসএসসি পরীক্ষার্থী মোটরসাইকেল যোগে তাদের বাড়ি থেকে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর এলাকার পল্লবীর মোড় নামক স্থানে পৌঁছলে পিছন থেকে আসা পিকআপ ভ্যান ওই মোটরসাইকেলের আরোহীদের ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেলের চালকসহ দুই পরীক্ষার্থী পড়ে গিয়ে আহত হন।

আহত দুজন এসএসসি পরীক্ষার্থীকে প্রত্যক্ষ-দর্শীরা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফরহাদ হোসেন এসএসসি পরীক্ষার্থী মো. হাসান আলীকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালক মো. নাঈম হোসেন (১৬) গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেতে চিকিৎসাধীন রয়েছে। আহত মো. নাঈম হোসেন বিরামপুর উপজেলা থানাপাড়ার নিয়ামুল হকের পুত্র বলে পরিচয় জানা যায়।

পুলিশের সূত্রটি জানায়, দুর্ঘটনার পর ঘাতক পিক-আপ ভ্যানটি দ্রুত পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া পিক-আপ ভ্যানটি ডিজিটাল পদ্ধতি অনুসরণ শনাক্ত করতে পুলিশ কাজ করছেন। নিহত এসএসসি পরীক্ষার্থী হাসানের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ জরুরি ভিত্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

লাশের ময়না তদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page