January 28, 2026, 12:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের ২ সন্তান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিল পাষন্ড মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে দুই সন্তান হত্যার দায় স্বীকার করে নিহত শিশুদের পাষন্ড মা আলেয়া বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২০ এপ্রিল) আলেয়া বেগম আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলেয়া বেগম তার দুই সন্তানকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গাজীপুরের টঙ্গীতে আরিচপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় ওই দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাথা একটি বটি উদ্ধার করা হয়।

নিহত মালিহা আক্তার (৩) ও আব্দুল্লাহ ইবনে ওমরের (৬) বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামে আটতলা ভবনের তৃতীয়তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকায় নিজ ঘরে ধারাল বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই সন্তানকে হত্যা করা হয়। হত্যার অভিযোগে ওই দিন রাতেই পুলিশ তার মা আলেয়া বেগমকে গ্রেপ্তার করে।

পরদিন শনিবার ওই ঘটনায় নিহতদের বাবা বাতেন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আলেয়া বেগম নিজের সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছেন এবং আদালতেও তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page