স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীম খাদিজা আক্তারকে ফুলের শুভেচ্ছা জানালেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।
আজ ৩০ এপ্রিল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার অফিস কক্ষে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
পরে দুপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে উপজেলা ও পৌর প্রশাসনের দায়িত্ব ভার অর্পন করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রসাশক ইয়াসমিন মনিরা।
দায়িত্ব ভার গ্রহন করে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীম খাদিজা আক্তার সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) খালিদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান প্রমুখ।