এম এ কবীর, ঝিনাইদহ : মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং ঝিনাইদহ পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যশোর অফিসের উপপরিচালক রাজু বড়–য়া এবং শ্রমিক প্রতিনিধি শিপলু খান।
প্রধান অতিথি বলেন,শ্রমিকদের অধিকার রক্ষায় মালিক- শ্রমিক সমন্বয় থাকতে হবে। শ্রমিকদের প্রশিক্ষণ থাকতে হবে। শিক্ষা এবং প্রশিক্ষণ ছাড়া কোন পক্ষই নিরাপদ নয়। প্রধান অতিথি বলেন,শ্রমিকদের নিরাপত্তা তাদেরকেই নিশ্চিত করতে হবে। শ্রমিকরা শিক্ষিত হলে কোনটা করা উচিৎ কোনটি উচিৎ নয় তা ঠিক করা সহজ হয়। তাদের পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করা যায়। তিনি বলেন আরেকজনের অসচেতনতায় দুর্ঘটনার অন্যতম কারণ।
আলোচনা সভা শেষে বিটিভির মাধ্যমে সম্প্রচারিত প্রধান উপদেষ্টার মে দিবসের অনুষ্ঠান ভার্চুয়ালী সংযুক্ত করা হয়।
এর আগে শ্রমিক মালিক সহ বিভিন্ন সংগঠনের সমন্বয়েএকটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক আব্দুল আওয়ালের নেতৃত্বে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’- এই স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপিত হচ্ছে।