স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা মাধ্যমিক সমিতি ভবনে মহেশপুর উপজেলা মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির নির্বাচন শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির নির্বাচন।
নির্বাচনে সভাপতি পদে আক্তারুজ্জামান ৩১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদদ্বী আলহাজ্ব মোজান্মেল হক পেয়েছেন ২৪৪ ভোট ও মোফিজুর রহমান পেয়েছেন ৯১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মনির ৪৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদদ্বী রবিউল ইসলাম ১৭২ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন।
মহেশপুর উপজেলা মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির নির্বাচনে ৭২৯ জন ভোটারের মধ্যে ৬৬৬ জন ভোটার তাদেও ভোটাধিকার প্রদান করেন।
অনুষ্ঠিত মহেশপুর উপজেলা মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িন্ত পালন করেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, রবিউল হোসেন ও মিজানুর রহমান।