স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে গার্ড অব অনার ও জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অংখ্য গুনগ্রহী রেছে গেছেন।
১৯ জুন বৃহস্পতিবার সকালে শংকরহুদা-বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গার্ড অব অনার ও জানাযা শেষে বাথানগাছি গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে দাফন করা হয়।
গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার, মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তালেব বিশ্বাস, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রাজিদুল ইসলাম রাজা, ইউপি সদস্য আব্দুল কাদের, বিল্টু মিয়া প্রমুখ।