স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে কৃষি অফিসের উদ্যোগে ৫৫০ জন কৃষক ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৪৫০টি নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
২৬ জুন বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমাম হোসেন জ্যোতি, উপসহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান।
উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা জানান, মহেশপুর উপজেলার ৫৫০ জন কৃষক ও ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৪৫০টি নারিকেলের চারা, ১৫০০ শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার নিম, বেল, জাম ও কাঠলের চারা ও ৩০০ তালের চারা বিতরণ করা হয়েছে।