অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সদস্য সচিব ড. আলী লারিজানি ইসলামী দেশগুলোকে ‘যৌথ অপারেশন সদরদপ্তর’ গঠনের পরামর্শ দিয়েছেন।
তিনি এক বার্তায় সতর্ক করে বলেছেন, ইসলামি সম্মেলন সংস্থার বৈঠকগুলো যদি কেবল বক্তৃতা নির্ভর হয় এবং কার্যকর কোনো সিদ্ধান্ত না আসে (যেমন নিরাপত্তা পরিষদের বৈঠকগুলো), তবে সেটি কার্যত ইহুদিবাদী ইসরায়েলের নতুন আগ্রাসনের জন্য অর্ডার করার সমতুল্য!
বার্তা সংস্থা ইসনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আলি লারিজানি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন:
“অন্তত এই উন্মাদ শাসনের (ইসরায়েল) বিরুদ্ধে একটি ‘যৌথ অপারেশন সদরদপ্তর’ গঠন করুন। এই একটি সিদ্ধান্তই ওই শাসনের প্রভুদের উদ্বিগ্ন করবে এবং তারা শান্তি প্রতিষ্ঠা ও নোবেল পুরস্কারের আশায় তড়িঘড়ি করে তাদের নির্দেশনা পরিবর্তন করবে।”
তিনি আরও যোগ করেছেন: আপনি ক্ষুধার্ত ও নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের জন্য কিছুই করেননি, অন্তত নিজেদের ধ্বংস রোধ করার জন্য সামান্য একটি সিদ্ধান্ত নিন!