ফারুক আহমেদ, মাগুরা : “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাগুরা টিটিসি,তে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসীদেরা নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, (টিটিসি), ইটখোলা, মাগুরা এর আয়োজনে সেমিনার করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা টিটিসি অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম ও সঞ্চালনায় মাগুরা টিটিসি ইন্সট্রাক্টর মোঃ রুবেল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা টিটিসি ইন্সট্রাক্টর মেকানিক্যাল শিমুলী আকতার, জাপানী ভাষা প্রশিক্ষক মোছাঃ মনিরা খাতুন, কম্পিউটার ইন্সট্রাক্টর মোঃ শাহীন আলম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী আশরাফ, কোষাধ্যক্ষ এস এম শিমুল রানা, মাগুরা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক আহমেদ সহ প্রমুখ।
মাগুরা টিটিসি অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম বলেন, প্রবাসীদের জন্য বীমা বাধ্যতা করা হয়েছে। এই বীমার আওতায় প্রত্যেক ১৮ থেকে ৫৮ বৎসর বয়সের সকল প্রবাসীদের জন্য বীমা বাধ্যতামূলক। এই বীমা ২ বৎসরের জন্য প্রবাসীকে দিতে হবে ৪৯০ টাকা আর আর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড দিবে ৫০০ টাকা। প্রত্যেক মৃত ব্যাক্তি বীমার আওতায় ২ লক্ষ টাকা এবং কোন ব্যক্তি অসুস্থ অথবা পঙ্গুত বরন করলে এই টাকা পাওয়া যায়। ২ বৎসরের ৫ লক্ষ টাকার বীমা করা যাবে। তিনি আরও বলেন মাগুরা টিটিসিতে ২৩ টি ট্রেড চালু আছে।
মাগুরা প্রবাসী কল্যাণ ব্যাংক ম্যানেজার মোঃ মিঠুন সরদার বলেন, দালালদের মাধ্যমে বিদেশ না গিয়ে আপনারা সরকারি প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে বিদেশ যান। প্রবাসীকল্যাণ ব্যাংক একটা নীতিগত সিদ্ধান্ত এনফাইভ কমপ্লিট করে সহযোগিতা করবে জাপানিজ প্রশিক্ষণার্থীদের জন্য।
বিশেষ অতিথি মাগুরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম বলেন, চারটি উপায় জানবো, বুঝবো, শুনবো ও প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাবো। মনে রাখতে হবে ট্রাভেল এজেন্সি শুধু এয়ারপ্লেন টিকিট দেয়, কিছু ভাষাগত তথ্য শিখে বিদেশ যান বিভিন্ন ট্রেড ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার ইত্যাদি টুলস গুলোর নাম জানেন। বিদেশ যেতে বা পৌছালে দালালদের বিরুদ্ধে গ্রাম আদালতে ৫ লক্ষ টাকার অভিযোগ করতে পারেন।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “অভিবাসন একটি বড় সুযোগ। তবে এ সুযোগ গ্রহণ করতে হলে ঝুঁকিমুক্ত, নিরাপদ ও সঠিক পদ্ধতিতে বিদেশে যেতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সচেতন হতে হবে আমাদের প্রত্যেককে। সঠিক প্রশিক্ষণ নিয়ে, সঠিক তথ্য জেনে বিদেশে গেলে সবার জীবন যেমন নিরাপদ হবে, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।” তিনি আরও বলেন আমরা দেখে, শুনে, বুঝে ও প্রশিক্ষণ নিয়ে বিদেশ যান কোন নিকটতম আত্মীয় অথবা নিজের আপন ভাই বা স্বজনদের মাধ্যমেও বিদেশ যাবেন না। বিভিন্ন দেশের কালচার সংস্কৃতি তাদের খাদ্য গ্রহণ, চলাফেরা, পোশাক পরিচ্ছদ, ভাষা ইত্যাদি বিষয় গুলো টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে সরকারি ভাবে বিদেশ গমন করলে ভালো কাজ পাওয়া যায় এবং প্রচুর বেতনে বৈদেশিক মুদ্রা আয় করা যায়।