ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় শুরুর নির্দেশের প্রতিক্রিয়া জানিয়েছেন।
গতকাল (বৃহস্পতিবার) রাতে এক টুইটে ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় শুরু করার নির্দেশের প্রতিক্রিয়ায় আরাকচি বলেন, “কোনো সন্দেহ নেই যে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পরমাণু অস্ত্র বিস্তারকারী দেশ।”
তিনি আরও বলেন, “পারমাণবিক পরীক্ষা আবার শুরুর ঘোষণা একটি পশ্চাদগামী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।”
আরাকচি আরও যোগ করেন, “এ ধরনের ধ্বংসাত্মক অস্ত্রের ব্যবহারকে স্বাভাবিকী করার জন্য বিশ্ববাসীর উচিত মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করা।”
গতকাল (বৃহস্পতিবার) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প বলেন, “অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অব ওয়ারকে (যুদ্ধ দপ্তর) নির্দেশ দিয়েছি, আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও সমানভাবে শুরু করতে। এই প্রক্রিয়া এখনই শুরু হবে।”