অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন শিল্প সংগ্রাহকের মালিকানাধীন ৯ পয়েন্ট ৫১ ক্যারেটের মেলন নীল হীরা সর্বোচ্চ ২৫ দশমিক ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই জানানো হয়, মঙ্গলবার জেনেভায় নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি সুইস শহরে বিশেষ গয়না বিক্রির অংশ হিসেবে অভিনব উজ্জ্বল এই নীল হীরাটি বিক্রি করেছে।
হোটেল ডেস বার্গেসে এই রত্নটি ২০ কোটি ৫ লাখ ২৫ হাজার সুইস ফ্রাঙ্কে বিক্রি করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৬ থেকে ২৪ মিলিয়ন ফ্রাঙ্ক।
বিক্রয় পরিচালনাকারী রাহুল কাদাকিয়া বলেছেন, এর মূল্যই এই বহুতল রত্নটির আভিজাত্যের প্রমাণ এবং সংগ্রাহকদের কাছে এটি বিশেষ আকাঙ্খার রত্ন হওয়ার কারণ।
একটি সর্পিল আংটিতে স্থাপন করা এই পাথরটি একসময় র্যাচেল ল্যাম্বার্ট মেলনের ছিল, যিনি একজন মার্কিন উদ্যানতত্ত্ববিদ, সমাজসেবী এবং শিল্প সংগ্রাহক বানি মেলন নামে বেশি পরিচিত।
জেনেভায় অবস্থিত ক্রিস্টির জুয়েলারি বিভাগের প্রধান ম্যাক্স ফাউসেট বলেন “মেলন ব্লু একটি অসাধারণ পাথর। এটি অতীত যুগের জীবনযাত্রার প্রতীক। এই ধরণের পাথর কেবল অতীতের সোনালী যুগের ভাগ্যবানদের পক্ষেই পাওয়া সম্ভব।”
এর আগে এই হীরাটি সর্বশেষ ২০১৪ সালে প্রকাশ্যে দেখা গিয়েছিল, যখন এটি নিউ ইয়র্কে ৩২ মিলিয়ন ডলারেরও বেশি দামে নিলামে বিক্রি হয়েছিল।